Bangla Blog - বাংলা ব্লগ
Wednesday, August 02, 2006
  রাইটলি অনলাইন ওয়ার্ডপ্রসেসর
Writely.com Online Word Processor রাইটলি (writely.com) একটি অনলাইন ওয়ার্ডপ্রসেসর (online word processor)৷ গতকাল আমি এটি পরীক্ষা করে দেখার জন্য আমন্ত্রন পেয়ে একে ভালো করে দেখার বা ব্যবহার করার চেষ্টা করলাম৷ সুন্দর প্রচেষ্টা৷ সম্প্রতি গুগল (Google.com) একে অধিগ্রহন করেছে এবং আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে৷ এখন পর্যন্ত এটি আমন্ত্রন মূলক অর্থাত্ বর্তমান কোন ব্যবহারকারী আপনাকে এটি ব্যবহারের জন্য আমন্ত্রন জানালে তবেই আপনি এটি ব্যবহারের সুযোগ পাবেন৷ জিমেল - এর প্রাথমিক পর্যায়ের মতো৷

এর উল্লেখযোগ্য বৈশিষ্টগুলি হলো - (1) অনেকে একসঙ্গে মিলে একটি ডকুমেন্টে কাজ করতে পারবেন অর্থাত্ এটি একটি Collaborative Application;

(2) ডকুমেন্টকে সরাসরি ওয়েব এ প্রকাশ করা যায়, যার একটি নির্দিষ্ট URL থাকবে, যেটি অন্যদের পাঠালে তারা ডকুমেন্টটি দেখতে পারবে৷

(3) আপনি আপনার হার্ডডিস্ক (Hard Disk) থেকে ফাইল আপ-লোড (Upload) করতে পারবেন এবং অনলাইন তৈরী করা ডকুমেন্ট ডাউনলোড (Download) করতে পারবেন৷

যে ধরনের ফাইল আপনি আপলোড করতে পারবেন সেগুলো হলো: HTML (.html, .htm), Text file (.txt), Microsoft Word (.doc), Rich Text Format (.rtf), OpenOffice Documents (.odt, .sxw) - ফাইলের আয়তন 500kb এর কম এবং Image Files (.png, .gif, .jpg, .bmp)

অনলাইনে তৈরী আপনার ডকুমেন্টটি আপনি HTML, Microsoft Word, RTF, OpenOffice এবং PDF ফাইল হিসাবে সেভ করতে পারবেন৷

অনেক দূর্বলতা সত্বেও উল্লেখ্য বিষয়টি হলো - আপনি যেখানেই থাকুন না কেন আপনার ডকুমেন্ট আপনার সঙ্গে থাকবে৷

পরীক্ষা করে দেখতে চান Writely.com? আমাকে মেল করুন (saikat.choudhuri at gmail.com -এ৷ "at" এর পরিবর্তে "@" ব্যবহার করুন, স্প্যামের (Spam) হাত থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা)৷ আমি আপনাদের আমন্ত্রন জানাব৷
 
Tuesday, August 01, 2006
  উইন্ডোজ এক্সপির যেকোন ফাইলকে সহজে অন্যত্র পাঠান
উইন্ডোজের যেকোন ফাইল বা ফোল্ডারকে যদি পছন্দমতো ড্রাইভ বা ফোল্ডারে সহজে পাঠিয়ে দেওয়া যেতো তবে বেশ সুবিধা হতো৷ যেকোন ফাইল বা ফোল্ডারে রাইট ক্লিক করলে যে কন্টেক্স্ট মেনু পাওয়া যায় সেখানে থাকে "Send To" নামে একটা সাবমেনু৷ এর মধ্যে থাকে "My Documents", "Mail Recipient", "Desktop" ইত্যাদি৷ সুতরাং সেই ফাইল বা ফোল্ডারটিকে এই সমস্ত জায়্গায় সহজেই পাঠিয়ে দেওয়া যায়৷
সামান্য প্রচেষ্টায় আমরা উইন্ডোজ এক্সপির(Windows XP) রাইট ক্লিক(Right-click) কন্টেক্স্ট(context) মেনুর "Send to" সাবমেনুতে "Any Folder..." নামে একটা নতুন এন্ট্রি যোগ করতে পারি৷ যার সাহায্যে আমরা কোন ফাইল/ফোল্ডারকে যেকোন ড্রাইভ/ফোল্ডারে পাঠাতে পারি৷
এর জন্য আমাদের প্রয়োজন "sendtox.inf" ও "sendtox.dll", এই ফাইল দুটি Windows95PowerToys(w95powertoy.exe) এর অংশ৷ এখান থেকে বা অন্য যেকোনো যায়গা থেকে একে (মাত্র 205 কেবি) ডাউনলোড করুন৷ ইন্স্টল করবেন না৷ এক্স্টেন্সন .exe হলেও এটি আসলে zipped ফোল্ডার৷ যেকোন ফোল্ডারে ফাইলটি সেভ করে ওপেন করুন৷ ওর ভেতরের সমস্ত ফাইলগুলি সেই ফোল্ডারে এক্স্ট্র্যাক্টেড হবে৷ ফাইল গুলির মধ্য থেকে sendtox.inf ও sendtox.dll নামক ফাইল দুটিকে রেখে বাকি সমস্ত ফাইল নিশ্চিন্তে ধংশ (delete) করে দিন৷
এবার sendtox.inf ফাইলটিতে রাইট-ক্লিক করে Install করুন৷ ফাইল দুটি Install হবে৷ ব্যাস কাজ শেষ৷ এবার যেকোন ফাইলে রাইট-ক্লিক করলে যে Send To মেনু পাবেন তাতে মাউস-ওভার করলে পাবেন "Any Folder...", এর সাহায্যে আপনার ফাইলটিকে পছন্দমতো জায়গায় পাঠিয়ে দিন৷
এর সঙ্গে আরও ছটি "Send To extensions" ইন্স্টল হয় যেমন "Send To.. Clipboard", "Send To... Command Line", "Send To...Internet Mail Recipient" ইত্যাদি, যার বেশির ভাগই অপ্রয়োজনীয়৷ এগুলি না রাখতেও পারেন৷ Control Panel > Add/Remove Programs এ গেলে "Send To Extensions PowerToy" নামে একটা এন্ট্রি পাবেন, সেটি সিলেক্ট করে "Change/Remove" বাটনে ক্লিক করলে "Send To Extensions" ডায়ালগ বক্স খুলবে, সেখানে আপনি যেগুলি চাইছেন না সেই ওপসনগুলো থেকে চেক মার্ক সরিয়ে দিয়ে Ok করুন৷
 
বাংলায় ওয়েবলগ

Name:
Location: পশ্চিমবঙ্গ, India
Archives
March 2006 / April 2006 / May 2006 / July 2006 / August 2006 / October 2006 / November 2006 / October 2007 /


Powered by Blogger

Subscribe to
Posts [Atom]