শুভ নববর্ষ
নতুন বছর শুরু হলো৷ কবে বঙ্গাব্দের সূচনা হয়েছিল? আনুমানিক 1584 খৃষ্টাব্দে আকবরের আমলে সূচনা হয়েছিল বঙ্গাব্দের৷ প্রথা ছিল চৈত্র সংক্রান্তির দিনে (চৈত্র মাসের শেষ দিন) সমস্ত বকেয়া খাজনা, ভাড়া ইত্যাদি পরিশোধ করে দেবার৷ তারপর দিন, পয়লা বৈশাখ, জমিদাররা কৃষকদের মধ্যে মিষ্টি বিতরন করতেন৷ সেই উপলক্ষে গ্রামে মেলা বসত৷ গোটা গ্রাম আনন্দে মেতে উঠ্ত৷ ধীরে ধীরে এই দিনটি সমাজ জীবনে একটি বিশেষ অনুষ্ঠানে পরিণত হয়েছিল৷