Bangla Blog - বাংলা ব্লগ
Tuesday, July 25, 2006
  উইন্ডোজ এক্সপি-র বুট লোগোর পরিবর্তন (Modify Windows XP Boot Logo)
উইন্ডোজ এক্সপি বুট করার সময় আমরা যে লোগো দেখতে পাই Boot Logo (ছবি-1), সেটির পরিবর্তে আমরা পছ্ন্দমতো যেকোন ছবি ব্যবহার করতে পারি৷ এই বিটম্যাপ ছবিটি ntoskrnl.exe (Windows NT Kernel) এর অংশ৷ প্রথমেই এই ফাইলটির (%SystemRoot%\system32\ntoskrnl.exe) একটি ব্যাক-আপ নিয়ে নিতে হবে, ধরা যাক ব্যাক-আপ ফাইলটির নাম ntoskrnl_original.exe ৷ এবার Resource Hacker নামক হেক্স এডিটরে ntoskrnl.exe নামক ফাইলটি আমরা খুলবো৷ রিসোর্স হ্যাকারের বাঁদিকের পেন-এ “Bitmap” নামক ফোল্ডারটিকে প্রসারিত করলে 1 থেকে 15 অবধি (SP2 তে 9, 10, 11, 12 নামক ফোল্ডার থাকে না) ফোল্ডার দেখতে পাব৷ 1 নম্বর ফোল্ডারটিকে খুললে পাওয়া যাবে 1033 নামক রিসোর্স ল্যাঙ্গুয়েজটি৷ এটিকে সিলেক্ট করলে ডানদিকের পেনে ছবিটি দেখা যাবে৷ এটি সিলেক্ট থাকা অবস্থায় “Action” > “Save [Bitmap : 1 : 1033]…” এর মাধ্যমে বিটম্যাপটিকে পছন্দমতো ফোল্ডারে bootlogo1.bmp নামে বা অন্য কোন নামে সেভ করতে হবে৷ এখানে উল্লেখ্য যে ছবিটি প্রথমে আমরা সম্পূর্ণ কালো অবস্থায় দেখতে পাবো৷ এবার ছবিটিকে যেকোন ইমেজ এডিটরের মাধ্যমে পরিবর্তন করতে হবে৷ আমরা এখানে Photoshop –এর কথাই আলোচনা করবো৷ ফটোশপে ছবিটি খুললে আমরা কালো রঙের একটি ছবি দেখতে পাবো৷ আসল ছবিটি দেখার জন্য আমাদের প্রয়োজন একটি প্যালেটের৷ 16.act নামক এই প্যালেটটি ডাউনলোড করে একটি ফোল্ডারে সেভ করে নিতে হবে৷ এবার ফটোশপে ছবিটি খোলা থাকা অবস্থায় ফটোশপের মেনু থেকে সিলেক্ট করুন “Image” > “Mode” > “Color Table…” , এবার “Color Table” ডায়ালগ বক্সের “Load” বাটন টিপে 16.act নামক প্যালেটটি লোড করে “Ok” করলে আমরা আসল ছবিটি দেখতে পাবো৷ এরপর আমরা ছবিটি পরিবর্তন করে bootlogo_modified.bmp নামে সেভ করবো Boot Logo Modified (ছবি-2) ও ফটোশপ বন্ধ করবো৷ এবার রিসোর্স হ্যাকারে খোলা ntoskrnl.exe ফাইলটিতে ফিরে যাবো৷ 1: 1033 সিলেক্ট থাকা অবস্থায় “Action” > “Replace Bitmap” এর মাধ্যমে 1 নম্বরের বিটম্যাপটি bootlogo_modified.bmp এর সঙ্গে পরিবর্তন করবো৷ এবার কাজ হ’লো রিসোর্স হ্যাকারের ‘Save as” এর মাধ্যমে কার্নেল ফাইলটি ntoskrnl_mod.exe নামে সেভ করা ও রিসোর্স হ্যাকার বন্ধ করা৷ এবার উইন্ডোজ বন্ধ করে “safe mode” এ নতুন করে চালু করতে হবে৷ তারপর windows\system32 ফোল্ডারের ntoskrnl.exe ফাইলটিকে ntoskrnl_ori.exe তে রিনেম করতে হবে এবং ntoskrnl_modified.exe ফাইলটিকে windows\system32 ফোল্ডারে কপি করে ntoskrnl.exe নামে পরিবর্তিত করতে হবে৷ এবার উইন্ডোজ সাধারণ ভাবে পুনরায় চালিত করলেই আমাদের পরিবর্তিত বুটলোগো দেখতে পাবো৷

সতর্কীকরণ: সম্পূর্ণ নিজের দ্বায়িত্বে এই পরিবর্তনগুলো করবেন৷ কোন রকম ক্ষতির জন্য আমি দ্বায়ী থাকবো না৷
 
Comments:
সৈকত দা, act16 কিছুতেই ডাউনলোড করতে পারলাম না, আপনার দেওয়া লিংকটা কাজ করছে না অন্য কিছু ব্যবাস্থা আছে কি?
 
Download 16.act from this link - 16.act.
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home
বাংলায় ওয়েবলগ

Name:
Location: পশ্চিমবঙ্গ, India
Archives
March 2006 / April 2006 / May 2006 / July 2006 / August 2006 / October 2006 / November 2006 / October 2007 /


Powered by Blogger

Subscribe to
Posts [Atom]