উইন্ডোজ এক্সপির যেকোন ফাইলকে সহজে অন্যত্র পাঠান
উইন্ডোজের যেকোন ফাইল বা ফোল্ডারকে যদি পছন্দমতো ড্রাইভ বা ফোল্ডারে সহজে পাঠিয়ে দেওয়া যেতো তবে বেশ সুবিধা হতো৷ যেকোন ফাইল বা ফোল্ডারে রাইট ক্লিক করলে যে কন্টেক্স্ট মেনু পাওয়া যায় সেখানে থাকে "Send To" নামে একটা সাবমেনু৷ এর মধ্যে থাকে "My Documents", "Mail Recipient", "Desktop" ইত্যাদি৷ সুতরাং সেই ফাইল বা ফোল্ডারটিকে এই সমস্ত জায়্গায় সহজেই পাঠিয়ে দেওয়া যায়৷
সামান্য প্রচেষ্টায় আমরা উইন্ডোজ এক্সপির(Windows XP) রাইট ক্লিক(Right-click) কন্টেক্স্ট(context) মেনুর "Send to" সাবমেনুতে "Any Folder..." নামে একটা নতুন এন্ট্রি যোগ করতে পারি৷ যার সাহায্যে আমরা কোন ফাইল/ফোল্ডারকে যেকোন ড্রাইভ/ফোল্ডারে পাঠাতে পারি৷
এর জন্য আমাদের প্রয়োজন "sendtox.inf" ও "sendtox.dll", এই ফাইল দুটি Windows95PowerToys(w95powertoy.exe) এর অংশ৷
এখান থেকে বা অন্য যেকোনো যায়গা থেকে একে (মাত্র 205 কেবি) ডাউনলোড করুন৷
ইন্স্টল করবেন না৷ এক্স্টেন্সন .exe হলেও এটি আসলে zipped ফোল্ডার৷ যেকোন ফোল্ডারে ফাইলটি সেভ করে ওপেন করুন৷ ওর ভেতরের সমস্ত ফাইলগুলি সেই ফোল্ডারে এক্স্ট্র্যাক্টেড হবে৷ ফাইল গুলির মধ্য থেকে sendtox.inf ও sendtox.dll নামক ফাইল দুটিকে রেখে বাকি সমস্ত ফাইল নিশ্চিন্তে ধংশ (delete) করে দিন৷
এবার sendtox.inf ফাইলটিতে রাইট-ক্লিক করে Install করুন৷ ফাইল দুটি Install হবে৷ ব্যাস কাজ শেষ৷ এবার যেকোন ফাইলে রাইট-ক্লিক করলে যে Send To মেনু পাবেন তাতে মাউস-ওভার করলে পাবেন "Any Folder...", এর সাহায্যে আপনার ফাইলটিকে পছন্দমতো জায়গায় পাঠিয়ে দিন৷
এর সঙ্গে আরও ছটি "Send To extensions" ইন্স্টল হয় যেমন "Send To.. Clipboard", "Send To... Command Line", "Send To...Internet Mail Recipient" ইত্যাদি, যার বেশির ভাগই অপ্রয়োজনীয়৷ এগুলি না রাখতেও পারেন৷ Control Panel > Add/Remove Programs এ গেলে "Send To Extensions PowerToy" নামে একটা এন্ট্রি পাবেন, সেটি সিলেক্ট করে "Change/Remove" বাটনে ক্লিক করলে "Send To Extensions" ডায়ালগ বক্স খুলবে, সেখানে আপনি যেগুলি চাইছেন না সেই ওপসনগুলো থেকে চেক মার্ক সরিয়ে দিয়ে Ok করুন৷