Bangla Blog - বাংলা ব্লগ
Tuesday, August 01, 2006
  উইন্ডোজ এক্সপির যেকোন ফাইলকে সহজে অন্যত্র পাঠান
উইন্ডোজের যেকোন ফাইল বা ফোল্ডারকে যদি পছন্দমতো ড্রাইভ বা ফোল্ডারে সহজে পাঠিয়ে দেওয়া যেতো তবে বেশ সুবিধা হতো৷ যেকোন ফাইল বা ফোল্ডারে রাইট ক্লিক করলে যে কন্টেক্স্ট মেনু পাওয়া যায় সেখানে থাকে "Send To" নামে একটা সাবমেনু৷ এর মধ্যে থাকে "My Documents", "Mail Recipient", "Desktop" ইত্যাদি৷ সুতরাং সেই ফাইল বা ফোল্ডারটিকে এই সমস্ত জায়্গায় সহজেই পাঠিয়ে দেওয়া যায়৷
সামান্য প্রচেষ্টায় আমরা উইন্ডোজ এক্সপির(Windows XP) রাইট ক্লিক(Right-click) কন্টেক্স্ট(context) মেনুর "Send to" সাবমেনুতে "Any Folder..." নামে একটা নতুন এন্ট্রি যোগ করতে পারি৷ যার সাহায্যে আমরা কোন ফাইল/ফোল্ডারকে যেকোন ড্রাইভ/ফোল্ডারে পাঠাতে পারি৷
এর জন্য আমাদের প্রয়োজন "sendtox.inf" ও "sendtox.dll", এই ফাইল দুটি Windows95PowerToys(w95powertoy.exe) এর অংশ৷ এখান থেকে বা অন্য যেকোনো যায়গা থেকে একে (মাত্র 205 কেবি) ডাউনলোড করুন৷ ইন্স্টল করবেন না৷ এক্স্টেন্সন .exe হলেও এটি আসলে zipped ফোল্ডার৷ যেকোন ফোল্ডারে ফাইলটি সেভ করে ওপেন করুন৷ ওর ভেতরের সমস্ত ফাইলগুলি সেই ফোল্ডারে এক্স্ট্র্যাক্টেড হবে৷ ফাইল গুলির মধ্য থেকে sendtox.inf ও sendtox.dll নামক ফাইল দুটিকে রেখে বাকি সমস্ত ফাইল নিশ্চিন্তে ধংশ (delete) করে দিন৷
এবার sendtox.inf ফাইলটিতে রাইট-ক্লিক করে Install করুন৷ ফাইল দুটি Install হবে৷ ব্যাস কাজ শেষ৷ এবার যেকোন ফাইলে রাইট-ক্লিক করলে যে Send To মেনু পাবেন তাতে মাউস-ওভার করলে পাবেন "Any Folder...", এর সাহায্যে আপনার ফাইলটিকে পছন্দমতো জায়গায় পাঠিয়ে দিন৷
এর সঙ্গে আরও ছটি "Send To extensions" ইন্স্টল হয় যেমন "Send To.. Clipboard", "Send To... Command Line", "Send To...Internet Mail Recipient" ইত্যাদি, যার বেশির ভাগই অপ্রয়োজনীয়৷ এগুলি না রাখতেও পারেন৷ Control Panel > Add/Remove Programs এ গেলে "Send To Extensions PowerToy" নামে একটা এন্ট্রি পাবেন, সেটি সিলেক্ট করে "Change/Remove" বাটনে ক্লিক করলে "Send To Extensions" ডায়ালগ বক্স খুলবে, সেখানে আপনি যেগুলি চাইছেন না সেই ওপসনগুলো থেকে চেক মার্ক সরিয়ে দিয়ে Ok করুন৷
 
Comments: Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home
বাংলায় ওয়েবলগ

Name:
Location: পশ্চিমবঙ্গ, India
Archives
March 2006 / April 2006 / May 2006 / July 2006 / August 2006 / October 2006 / November 2006 / October 2007 /


Powered by Blogger

Subscribe to
Posts [Atom]