রাইটলি অনলাইন ওয়ার্ডপ্রসেসর
রাইটলি (writely.com) একটি অনলাইন ওয়ার্ডপ্রসেসর (online word processor)৷ গতকাল আমি এটি পরীক্ষা করে দেখার জন্য আমন্ত্রন পেয়ে একে ভালো করে দেখার বা ব্যবহার করার চেষ্টা করলাম৷ সুন্দর প্রচেষ্টা৷ সম্প্রতি গুগল (Google.com) একে অধিগ্রহন করেছে এবং আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে৷ এখন পর্যন্ত এটি আমন্ত্রন মূলক অর্থাত্ বর্তমান কোন ব্যবহারকারী আপনাকে এটি ব্যবহারের জন্য আমন্ত্রন জানালে তবেই আপনি এটি ব্যবহারের সুযোগ পাবেন৷ জিমেল - এর প্রাথমিক পর্যায়ের মতো৷
এর উল্লেখযোগ্য বৈশিষ্টগুলি হলো - (1) অনেকে একসঙ্গে মিলে একটি ডকুমেন্টে কাজ করতে পারবেন অর্থাত্ এটি একটি Collaborative Application;
(2) ডকুমেন্টকে সরাসরি ওয়েব এ প্রকাশ করা যায়, যার একটি নির্দিষ্ট URL থাকবে, যেটি অন্যদের পাঠালে তারা ডকুমেন্টটি দেখতে পারবে৷
(3) আপনি আপনার হার্ডডিস্ক (Hard Disk) থেকে ফাইল আপ-লোড (Upload) করতে পারবেন এবং অনলাইন তৈরী করা ডকুমেন্ট ডাউনলোড (Download) করতে পারবেন৷
যে ধরনের ফাইল আপনি আপলোড করতে পারবেন সেগুলো হলো: HTML (.html, .htm), Text file (.txt), Microsoft Word (.doc), Rich Text Format (.rtf), OpenOffice Documents (.odt, .sxw) - ফাইলের আয়তন 500kb এর কম এবং Image Files (.png, .gif, .jpg, .bmp)
অনলাইনে তৈরী আপনার ডকুমেন্টটি আপনি HTML, Microsoft Word, RTF, OpenOffice এবং PDF ফাইল হিসাবে সেভ করতে পারবেন৷
অনেক দূর্বলতা সত্বেও উল্লেখ্য বিষয়টি হলো - আপনি যেখানেই থাকুন না কেন আপনার ডকুমেন্ট আপনার সঙ্গে থাকবে৷
পরীক্ষা করে দেখতে চান Writely.com? আমাকে মেল করুন (saikat.choudhuri at gmail.com -এ৷ "at" এর পরিবর্তে "@" ব্যবহার করুন, স্প্যামের (Spam) হাত থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা)৷ আমি আপনাদের আমন্ত্রন জানাব৷