Bangla Blog - বাংলা ব্লগ
Royale Noir থীম হল Zune থীম
Royale Noir theme যেটি গতসপ্তাহে উদ্ধার করা হয়েছিল, তা এখন সামান্য পরিমার্জনের পর Zune থীম নামে মাইক্রোসফ্ট এর ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে৷
Zune থীমের একটি স্ক্রিনশট :-
ডাউনলোড Zune থীম
গুপ্ত উইনডোস এক্সপি থিম উদ্ধার
Royale Theme (Windows XP Media Center Edition এর জন্য) তৈরির সময় কালো রঙের আর একটি সংস্করণ তৈরি হয়ে ছিল৷ গ্লাস এফেক্ট ছাড়া এই স্কিনের নাম ছিল Royale Noir ৷ কিছু সমস্যা থাকার জন্য এটি প্রকাশ করা হয়নি৷ এই থিমটি খুঁজে বের করার জন্য
Long Zheng কে ধন্যবাদ৷
Royale Noir এর স্ক্রিন শট
ডাউনলোড Royale Noirডাউনলোড করার পর ফাইলগুলোকে c:\windows\resources\themes\ এর মধ্যে RoyaleNoir নামে একটি নতুন ফোল্ডার করে তার মধ্যে এক্সট্র্যাক্ট করুন এবং luna.msstyles এ ডাবল ক্লিক করুন ও color scheme এ Noir কে সিলেক্ট করুন৷ কোন রকম হ্যাক প্রয়োজন নেই৷
যারা Royale Theme উইনডোস এক্সপিতে ইনস্টল করতে চান তাদের জন্য Royale Theme এর একটি স্ক্রিন শট -
ডাউনলোড Royale Theme for Windows XP
রাইটলি অনলাইন ওয়ার্ডপ্রসেসর

রাইটলি (writely.com) একটি অনলাইন ওয়ার্ডপ্রসেসর (online word processor)৷ গতকাল আমি এটি পরীক্ষা করে দেখার জন্য আমন্ত্রন পেয়ে একে ভালো করে দেখার বা ব্যবহার করার চেষ্টা করলাম৷ সুন্দর প্রচেষ্টা৷ সম্প্রতি গুগল (Google.com) একে অধিগ্রহন করেছে এবং আরো সুন্দর করে গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে৷ এখন পর্যন্ত এটি আমন্ত্রন মূলক অর্থাত্ বর্তমান কোন ব্যবহারকারী আপনাকে এটি ব্যবহারের জন্য আমন্ত্রন জানালে তবেই আপনি এটি ব্যবহারের সুযোগ পাবেন৷ জিমেল - এর প্রাথমিক পর্যায়ের মতো৷
এর উল্লেখযোগ্য বৈশিষ্টগুলি হলো - (1) অনেকে একসঙ্গে মিলে একটি ডকুমেন্টে কাজ করতে পারবেন অর্থাত্ এটি একটি Collaborative Application;
(2) ডকুমেন্টকে সরাসরি ওয়েব এ প্রকাশ করা যায়, যার একটি নির্দিষ্ট URL থাকবে, যেটি অন্যদের পাঠালে তারা ডকুমেন্টটি দেখতে পারবে৷
(3) আপনি আপনার হার্ডডিস্ক (Hard Disk) থেকে ফাইল আপ-লোড (Upload) করতে পারবেন এবং অনলাইন তৈরী করা ডকুমেন্ট ডাউনলোড (Download) করতে পারবেন৷
যে ধরনের ফাইল আপনি আপলোড করতে পারবেন সেগুলো হলো: HTML (.html, .htm), Text file (.txt), Microsoft Word (.doc), Rich Text Format (.rtf), OpenOffice Documents (.odt, .sxw) - ফাইলের আয়তন 500kb এর কম এবং Image Files (.png, .gif, .jpg, .bmp)
অনলাইনে তৈরী আপনার ডকুমেন্টটি আপনি HTML, Microsoft Word, RTF, OpenOffice এবং PDF ফাইল হিসাবে সেভ করতে পারবেন৷
অনেক দূর্বলতা সত্বেও উল্লেখ্য বিষয়টি হলো - আপনি যেখানেই থাকুন না কেন আপনার ডকুমেন্ট আপনার সঙ্গে থাকবে৷
পরীক্ষা করে দেখতে চান Writely.com? আমাকে মেল করুন (saikat.choudhuri at gmail.com -এ৷ "at" এর পরিবর্তে "@" ব্যবহার করুন, স্প্যামের (Spam) হাত থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা)৷ আমি আপনাদের আমন্ত্রন জানাব৷
উইন্ডোজ এক্সপির যেকোন ফাইলকে সহজে অন্যত্র পাঠান
উইন্ডোজের যেকোন ফাইল বা ফোল্ডারকে যদি পছন্দমতো ড্রাইভ বা ফোল্ডারে সহজে পাঠিয়ে দেওয়া যেতো তবে বেশ সুবিধা হতো৷ যেকোন ফাইল বা ফোল্ডারে রাইট ক্লিক করলে যে কন্টেক্স্ট মেনু পাওয়া যায় সেখানে থাকে "Send To" নামে একটা সাবমেনু৷ এর মধ্যে থাকে "My Documents", "Mail Recipient", "Desktop" ইত্যাদি৷ সুতরাং সেই ফাইল বা ফোল্ডারটিকে এই সমস্ত জায়্গায় সহজেই পাঠিয়ে দেওয়া যায়৷
সামান্য প্রচেষ্টায় আমরা উইন্ডোজ এক্সপির(Windows XP) রাইট ক্লিক(Right-click) কন্টেক্স্ট(context) মেনুর "Send to" সাবমেনুতে "Any Folder..." নামে একটা নতুন এন্ট্রি যোগ করতে পারি৷ যার সাহায্যে আমরা কোন ফাইল/ফোল্ডারকে যেকোন ড্রাইভ/ফোল্ডারে পাঠাতে পারি৷
এর জন্য আমাদের প্রয়োজন "sendtox.inf" ও "sendtox.dll", এই ফাইল দুটি Windows95PowerToys(w95powertoy.exe) এর অংশ৷
এখান থেকে বা অন্য যেকোনো যায়গা থেকে একে (মাত্র 205 কেবি) ডাউনলোড করুন৷
ইন্স্টল করবেন না৷ এক্স্টেন্সন .exe হলেও এটি আসলে zipped ফোল্ডার৷ যেকোন ফোল্ডারে ফাইলটি সেভ করে ওপেন করুন৷ ওর ভেতরের সমস্ত ফাইলগুলি সেই ফোল্ডারে এক্স্ট্র্যাক্টেড হবে৷ ফাইল গুলির মধ্য থেকে sendtox.inf ও sendtox.dll নামক ফাইল দুটিকে রেখে বাকি সমস্ত ফাইল নিশ্চিন্তে ধংশ (delete) করে দিন৷
এবার sendtox.inf ফাইলটিতে রাইট-ক্লিক করে Install করুন৷ ফাইল দুটি Install হবে৷ ব্যাস কাজ শেষ৷ এবার যেকোন ফাইলে রাইট-ক্লিক করলে যে Send To মেনু পাবেন তাতে মাউস-ওভার করলে পাবেন "Any Folder...", এর সাহায্যে আপনার ফাইলটিকে পছন্দমতো জায়গায় পাঠিয়ে দিন৷
এর সঙ্গে আরও ছটি "Send To extensions" ইন্স্টল হয় যেমন "Send To.. Clipboard", "Send To... Command Line", "Send To...Internet Mail Recipient" ইত্যাদি, যার বেশির ভাগই অপ্রয়োজনীয়৷ এগুলি না রাখতেও পারেন৷ Control Panel > Add/Remove Programs এ গেলে "Send To Extensions PowerToy" নামে একটা এন্ট্রি পাবেন, সেটি সিলেক্ট করে "Change/Remove" বাটনে ক্লিক করলে "Send To Extensions" ডায়ালগ বক্স খুলবে, সেখানে আপনি যেগুলি চাইছেন না সেই ওপসনগুলো থেকে চেক মার্ক সরিয়ে দিয়ে Ok করুন৷
পাঠকদের আজব প্রশ্ন
কম্পিউটারওয়ার্ল্ড.কম - কম্পিউটার সংক্রান্ত সংবাদের একটি বিখ্যাত অনলাইন পত্রিকার পাঠকদের জন্য একটি "হেল্প ডেস্ক" রয়েছে৷ পাঠকরা যার মাধ্যমে শুধুমাত্র এই ওয়েবসাইট সংক্রান্ত অসুবিধার কথা নথীভুক্ত করতে পারেন৷ কিন্তু বিশেষ নিশেধাজ্ঞা সত্বেও
পাঠকেরা সেখানে নানান প্রশ্ন করছেন যেগুলির উত্তর কম্পিউটারওয়ার্ল্ড -এর বিশেষজ্ঞরা দিতে পারছেননা৷ কয়েকটি নমুনা:
my name is carlos im 19 yrs old ive been playing baseball all my life. i know i am pro meterial all i need is a chance i play for the braddock braves in pittsburgh pa please send a scout to see me
hell
some prob in my PC, send yuor man to check it out, i unable to use internet.
thanks
i have an advent 7340 laptop and it has a missing operating system and wont run at all?
I have inserted the windows 98 cd, but there is no difference?
What should i do?
সম্পূর্ণ সংবাদ
উইন্ডোজ এক্সপি-র বুট লোগোর পরিবর্তন (Modify Windows XP Boot Logo)
উইন্ডোজ এক্সপি বুট করার সময় আমরা যে লোগো দেখতে পাই

(ছবি-1), সেটির পরিবর্তে আমরা পছ্ন্দমতো যেকোন ছবি ব্যবহার করতে পারি৷ এই বিটম্যাপ ছবিটি ntoskrnl.exe (Windows NT Kernel) এর অংশ৷ প্রথমেই এই ফাইলটির (%SystemRoot%\system32\ntoskrnl.exe) একটি ব্যাক-আপ নিয়ে নিতে হবে, ধরা যাক ব্যাক-আপ ফাইলটির নাম ntoskrnl_original.exe ৷ এবার Resource Hacker নামক হেক্স এডিটরে ntoskrnl.exe নামক ফাইলটি আমরা খুলবো৷ রিসোর্স হ্যাকারের বাঁদিকের পেন-এ “Bitmap” নামক ফোল্ডারটিকে প্রসারিত করলে 1 থেকে 15 অবধি (SP2 তে 9, 10, 11, 12 নামক ফোল্ডার থাকে না) ফোল্ডার দেখতে পাব৷ 1 নম্বর ফোল্ডারটিকে খুললে পাওয়া যাবে 1033 নামক রিসোর্স ল্যাঙ্গুয়েজটি৷ এটিকে সিলেক্ট করলে ডানদিকের পেনে ছবিটি দেখা যাবে৷ এটি সিলেক্ট থাকা অবস্থায় “Action” > “Save [Bitmap : 1 : 1033]…” এর মাধ্যমে বিটম্যাপটিকে পছন্দমতো ফোল্ডারে bootlogo1.bmp নামে বা অন্য কোন নামে সেভ করতে হবে৷ এখানে উল্লেখ্য যে ছবিটি প্রথমে আমরা সম্পূর্ণ কালো অবস্থায় দেখতে পাবো৷ এবার ছবিটিকে যেকোন ইমেজ এডিটরের মাধ্যমে পরিবর্তন করতে হবে৷ আমরা এখানে Photoshop –এর কথাই আলোচনা করবো৷ ফটোশপে ছবিটি খুললে আমরা কালো রঙের একটি ছবি দেখতে পাবো৷ আসল ছবিটি দেখার জন্য আমাদের প্রয়োজন একটি প্যালেটের৷
16.act নামক এই প্যালেটটি ডাউনলোড করে একটি ফোল্ডারে সেভ করে নিতে হবে৷ এবার ফটোশপে ছবিটি খোলা থাকা অবস্থায় ফটোশপের মেনু থেকে সিলেক্ট করুন “Image” > “Mode” > “Color Table…” , এবার “Color Table” ডায়ালগ বক্সের “Load” বাটন টিপে 16.act নামক প্যালেটটি লোড করে “Ok” করলে আমরা আসল ছবিটি দেখতে পাবো৷ এরপর আমরা ছবিটি পরিবর্তন করে bootlogo_modified.bmp নামে সেভ করবো

(ছবি-2) ও ফটোশপ বন্ধ করবো৷ এবার রিসোর্স হ্যাকারে খোলা ntoskrnl.exe ফাইলটিতে ফিরে যাবো৷ 1: 1033 সিলেক্ট থাকা অবস্থায় “Action” > “Replace Bitmap” এর মাধ্যমে 1 নম্বরের বিটম্যাপটি bootlogo_modified.bmp এর সঙ্গে পরিবর্তন করবো৷ এবার কাজ হ’লো রিসোর্স হ্যাকারের ‘Save as” এর মাধ্যমে কার্নেল ফাইলটি ntoskrnl_mod.exe নামে সেভ করা ও রিসোর্স হ্যাকার বন্ধ করা৷ এবার উইন্ডোজ বন্ধ করে “safe mode” এ নতুন করে চালু করতে হবে৷ তারপর windows\system32 ফোল্ডারের ntoskrnl.exe ফাইলটিকে ntoskrnl_ori.exe তে রিনেম করতে হবে এবং ntoskrnl_modified.exe ফাইলটিকে windows\system32 ফোল্ডারে কপি করে ntoskrnl.exe নামে পরিবর্তিত করতে হবে৷ এবার উইন্ডোজ সাধারণ ভাবে পুনরায় চালিত করলেই আমাদের পরিবর্তিত বুটলোগো দেখতে পাবো৷
সতর্কীকরণ: সম্পূর্ণ নিজের দ্বায়িত্বে এই পরিবর্তনগুলো করবেন৷ কোন রকম ক্ষতির জন্য আমি দ্বায়ী থাকবো না৷