বাংলায় কিভাবে লিখবেন?
অনেকেই জানতে চেয়েছে কি ভাবে বাংলা হরফে টাইপ করা যায়? খুব সহজেই৷ এর জন্য একটা ফ্রি সফ্টওয়ার প্রয়োজন আর উইন্ডোজে কিছু সেটিং করা দরকার৷ আর দরকার অভ্যাস৷
(১) প্রথমেই ডাউনলোড ও ইন্সটল করুন Bengali Indic IME. এটা পাওয়া যাবে
BhashaIndia.com থেকে৷
(২) আপনার Windows XP (SP2) CD প্রস্তুত রাখুন৷
(৩) এবার খুলুন Control Panel (Start>Control Panel).
(৪) "Regional and Language Options" আইকনটি সিলেক্ট করুন৷
(৫) "Regional and Language Options" ডায়ালগ বক্সে Language ট্যাবে যান৷ সেখানে "Install files for complex script and right-to-left languages (including Thai)" এর পাশের চেক বক্সটি সিলেক্ট করুন৷ এবার উইনন্ডোজ সিডি প্রয়োজন হতে পারে৷
(৬)বাংলা টাইপরাইটারের জন্য আবার Control Panel এর মাধ্যমে "Regional and Language Options" ডায়ালগ বক্সে Language ট্যাবে যান৷ সেখানে "Details" বাটনে ক্লিক করুন৷ এবার "Text Services and Input Languages" ডায়ালগ বক্সের "Installed services" অংশের "Add" বাটনে ক্লিক করুন৷ এবার "Add Input Language" ডায়ালগ বক্সের "Input language" ড্রপডাউন লিস্ট বক্স থেকে সিলেক্ট করুন "Bengali(India)" এবং "Keyboard layout/IME" লেখার পাশের চেক বক্সটি সিলেক্ট করুন ও ড্রপডাউন লিস্ট বক্স থেকে নির্বাচন করুন "Bengali Indic IME 1 [V 5.0]"| দুবার "Ok" বাটন টিপে ডায়ালগ বক্সগুলো বন্ধ করুন৷
হ্যাঁ এবার আপনি প্রস্তুত বাংলায় লেখার জন্য৷
Bengali Indic IME এর ডকুমেন্টেসন একটু পড়ে নিলে লিখতে সুবিধা হবে, বিশেষত যুক্তাক্ষর লেখার জন্য৷