Bangla Blog - বাংলা ব্লগ
Wednesday, April 26, 2006
  বাংলায় কিভাবে লিখবেন?
অনেকেই জানতে চেয়েছে কি ভাবে বাংলা হরফে টাইপ করা যায়? খুব সহজেই৷ এর জন্য একটা ফ্রি সফ্টওয়ার প্রয়োজন আর উইন্ডোজে কিছু সেটিং করা দরকার৷ আর দরকার অভ্যাস৷
(১) প্রথমেই ডাউনলোড ও ইন্সটল করুন Bengali Indic IME. এটা পাওয়া যাবে BhashaIndia.com থেকে৷
(২) আপনার Windows XP (SP2) CD প্রস্তুত রাখুন৷
(৩) এবার খুলুন Control Panel (Start>Control Panel).
(৪) "Regional and Language Options" আইকনটি সিলেক্ট করুন৷
(৫) "Regional and Language Options" ডায়ালগ বক্সে Language ট্যাবে যান৷ সেখানে "Install files for complex script and right-to-left languages (including Thai)" এর পাশের চেক বক্সটি সিলেক্ট করুন৷ এবার উইনন্ডোজ সিডি প্রয়োজন হতে পারে৷
(৬)বাংলা টাইপরাইটারের জন্য আবার Control Panel এর মাধ্যমে "Regional and Language Options" ডায়ালগ বক্সে Language ট্যাবে যান৷ সেখানে "Details" বাটনে ক্লিক করুন৷ এবার "Text Services and Input Languages" ডায়ালগ বক্সের "Installed services" অংশের "Add" বাটনে ক্লিক করুন৷ এবার "Add Input Language" ডায়ালগ বক্সের "Input language" ড্রপডাউন লিস্ট বক্স থেকে সিলেক্ট করুন "Bengali(India)" এবং "Keyboard layout/IME" লেখার পাশের চেক বক্সটি সিলেক্ট করুন ও ড্রপডাউন লিস্ট বক্স থেকে নির্বাচন করুন "Bengali Indic IME 1 [V 5.0]"| দুবার "Ok" বাটন টিপে ডায়ালগ বক্সগুলো বন্ধ করুন৷
হ্যাঁ এবার আপনি প্রস্তুত বাংলায় লেখার জন্য৷

Bengali Indic IME এর ডকুমেন্টেসন একটু পড়ে নিলে লিখতে সুবিধা হবে, বিশেষত যুক্তাক্ষর লেখার জন্য৷
 
Comments:
আমার মনে হয় সব থেকে ভালো আর সহজ বাংলা লেখার সফটওয়্যার হল অভ্র কি-বোর্ড. এটি একটি ফ্রী সফটওয়্যার । এটি ডাউনলোড করা যাবে www.omicronlab.com থেকে ।
আমার একটা বাংলা ব্লগ আছে
nanaromom.blogspot.com

আমরা কি crosslink করতে পারি না
 
crosslink করার জন্য ধন্যবাদ
 
খুব ভাল হয়েছে । আমি আপনার এই ডেসক্রিপসানটা আমার সাইটে বসাচ্ছি ।

আমিও ইন্ডিক স্ক্রিপ্ট ব্যাবগার করেছি । কিন্তু আমার কাছে ওমিক্রনল্যাব ভাল লাগে ।
 
আপনার লেখাটি আমারো ভাল লেগেছে। একটা ব্যাপার আমি ঠিক বুঝে উঠতে পারছিনা। সেটা হল বাংলা font এত ছোট দেখায় কেন। এ ব্যাপারে কেউ কি আমাকে কোনো তথ্য দিতে পারেন? আপনার এই লিঙ্কটি আমি আমার ওয়েব সাইটে ব্যবহার করতে চাই।
ধন্যবাদ।
 
মাইক্রোসফটের ডিফল্ট ফন্ট ভ্রিন্দা ব্যবহার করলে লেখা ছোট আসবে । আপনি লিখন বা অন্য কোনো অপেক্ষাকৃত বড় আকারের ফন্ট ব্যবহার করে দেখতে পারেন । আমি ব্লগে ফন্ট সেট করা সংক্রান্ত একটা লেখা লিখবো ভাবছি ।
 
খুব ভাল একটি উদ্যোগ আপনার.
আমি একটি সমস্যায় পরেছি. তা হলো আমি বাংলা নম্বর লিখতে পারছি না . কোনো সাহায্য করতে পারবেন?
 
Post a Comment

Subscribe to Post Comments [Atom]





<< Home
বাংলায় ওয়েবলগ

Name:
Location: পশ্চিমবঙ্গ, India
Archives
March 2006 / April 2006 / May 2006 / July 2006 / August 2006 / October 2006 / November 2006 / October 2007 /


Powered by Blogger

Subscribe to
Posts [Atom]